আমার শুধু জল
আমার কোনো আগুন নেই শুধুই চোখের জল, ধমনী-শিরায় রক্ত নেই, জলের চলাচল। পোড়াতে পারি না কাউকে, শুধু ভাসিয়ে নিতে চাই। বৃষ্টি হয়ে ঝরতে চাই ওড়ে যখন ছাই। আমার কোনো কামনা নেই, আছে শুধুই প্রেম, কাম্য কিছু পাই নি তাই, শুধুই হারালেম। আমার কোনো আগুন নেই দহন নেই বলে জড়ীভূত হয়ে আছি হিমানী অঞ্চলে। আমার ভাষা