সুপ্রভাত কবিতাগুচ্ছ
তবুও সকাল কত যে সকাল এসেছে জীবনে, হিসাব কে রাখে তার! কিন্তু সকল সকাল তো নয় আলোর বার্তাবহ। কিছু সকালের উপহার হয় কত যে দুর্বিসহ! কিছু কিছু সকাল রাতের চেয়েও অন্ধকার। তবু প্রভাতের প্রত্যাশা রাখে সকল রাতের কুঁড়ি কারণ সকালই দেয় ফুল হয়ে ফোটার প্রতিশ্রুতি। সকল জীবন গায় করজোড়ে