নামগুলো
নামাবলী করে গায়ে জড়িয়ে রাখি নামগুলো যোগাযোগ মাধ্যম খুললেই যেসব মৃত নাম– টুপটাপ ঝরে পড়া যত বকুলের নাম… নামগুলো মুঠো করে ধরে ঘ্রাণ নিই, তাদের বিশীর্ণ পাঁপড়িতে ঝরে পড়ে আমার চোখ থেকেও কিছু মৃত কোষ অশ্রু যার নাম জীবিত নামগুলোর স্বাভাবিক উষ্ণতার ফাঁকফোকর দিয়ে এখন অবিরাম বয়ে চলেছে মৃত নামগুলোর হিমশীতল হাওয়া.. তারাকীর্ণ আকাশ থেকে