ত্রিপুষ্প কবিচরণে: বাইশে শ্রাবণে রবিপ্রণাম
১. এখনো তোমার ছায়াতলে দাবদাহে দগ্ধ এ জীবনে বসি এখনো তোমার ছায়াতলে– হে প্রাচীন বনস্পতি। চারপাশে টুঁটি চেপে ধরে অন্ধকার, দশন-নখর মেলে ছুটে আসে শ্বাপদেরা যত দলে-বলে, যা বলিতে চাই, বলা হয় নাকো এই ক্রুর নগর জঙ্গলে। আকাশ বাতাস রুদ্ধ, অন্ধতার প্রাচীর ঘিরেছে জনপদ– এ কালবেলায় তুমি অনাথের নাথ, নিরাশ্রয়ের আশ্রয়। তোমার সুরের ধারা পাষাণ