বলো, ‘ভালোবাসি’
[কবিতাটা লিখেছিলাম গত ফেব্রুয়ারিতে। কঠিন করোনাকাল তখনও শুরু হয় নি। অথচ তখনই কিছু কথা বলেছিলাম, যেগুলো এই অকরুণ করোনাকালে আরো প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে…। কথাটা সত্যি কিনা, কবিতাটা পড়ে যাচাই করে দেখতে পারেন আগ্রহী পাঠকেরা।] হৃদয়গভীরে মন্দ্র স্বরে মন্ত্রোচ্চারণ করো– ‘ভালোবাসি!’ উচ্চারণ করো পলে পলে, দমে দমে, তোমার হিংসাবৃত্তি, ঈর্ষা অসূয়া কমে আসবে ক্রমে ক্রমে…