সেরে ওঠার সময়
কর্কটক্রান্তি রেখার কিনারায় এসে যাওয়া সূর্যের ক্রমোষ্ণ হয়ে ওঠা রোদ্দুরে গা এলিয়ে দিয়ে প্রকৃতি চাটছিলো তার ক্ষতবিক্ষত অঙ্গপ্রত্যঙ্গগুলো বহু অঙ্গ গলিত কুষ্ঠের মতো দগদগে ঘায়ে ভরা কিছু অঙ্গ ইতোমধ্যেই খসে গেছে তার অরণ্যকেশরাজি স্তনগিরিমালা অশ্রু-স্বেদ-শোণিতধারার নদী-সমুদ্র… সব বিষাক্ত অথবা বিলীয়মান কিংবা বিলুপ্ত নিঃশেষে শুধু একটা জীবের জন্যে প্রকৃতিজাত হয়েও যে মাতৃপরিচয় অস্বীকার করে অপ্রাকৃত রীতিতে