ঝরাফুলগীতি
চুপচাপ টুপটাপ ঝরে যাচ্ছে সব ঝাঁকে ঝাঁকে শিউলির ঝরার উৎসব নীরবে ঝরছে সব, হাওয়াও কি জানে এতসব অনর্থক ঝরার কী মানে শিউলি ঝরিয়া গেলে গন্ধ তার ভাসে কিছুক্ষণ অতীতের করুণ উদ্ভাসে তারপর রুক্ষ দিন বাস্তবতা রোদ খরতর মুছে দেয় বেদনার বোধ মুছে দেয় সৌরভের রেশ সর্বশেষ কর্মঘর্মগন্ধে ঢাকে সব অবলেশ বাকিটুকু ঢাকে কিছু বেদনাবিলাসে বিলাপে