[কবিতাগুলো ২০১৯-২১-এর করোনা বিশ্বমারীকালে লেখা] ১. গুটিপোকার গান গুটির ভেতর গুটিয়ে গেছে সব পরান জুড়ে তুমুল কলরব তাকিয়ে থাকা বিস্ফারিত চোখে শ্রাবণ নামে বিবিক্ততার শোকে লাগাতে যায় যখন জোড়াতালি চারটে দেয়াল বাজায় করতালি মুঠির মধ্যে গুটিয়ে নিয়ে প্রাণ প্রাণ বাঁচাতে পাঠায় মৃদু ত্রাণ তবুও ভবে বেড়েই চলে দেনা আইসোলেশান থেকে