Loading

নামগুলো

নামাবলী করে গায়ে জড়িয়ে রাখি নামগুলো
যোগাযোগ মাধ্যম খুললেই যেসব মৃত নাম–

টুপটাপ ঝরে পড়া যত বকুলের নাম…

নামগুলো মুঠো করে ধরে ঘ্রাণ নিই,
তাদের বিশীর্ণ পাঁপড়িতে ঝরে পড়ে
আমার চোখ থেকেও কিছু মৃত কোষ
অশ্রু যার নাম

জীবিত নামগুলোর স্বাভাবিক উষ্ণতার ফাঁকফোকর দিয়ে এখন
অবিরাম বয়ে চলেছে মৃত নামগুলোর হিমশীতল হাওয়া..

তারাকীর্ণ আকাশ থেকে অবিরল খসে পড়তে থাকা তারাদের প্রতিদ্বন্দ্বী হয়ে
মাটি ছুঁড়ে দিচ্ছে অজস্র মৃত নামের তির আকাশের দিকে…

বাসে ট্রেনে বিমানে ফাঁকা রাখা হচ্ছে
ক্রস চিহ্ন দেয়া মাঝখানের আসনগুলো
মৃত নামগুলোর জন্যেই

এখন থেকে হয়তো
মৃত নামগুলোর হাত ধরেই হেঁটে যাবে
জীবিত নামগুলো
অনাগত আগামীর দিকে…

 

 

 

 

 

 

আমি তাই
হাত খসে গেলে যদি খাদে পড়ে যাই
এই ভয়ে মৃত নামগুলো
জপমালা করে বুকে ধরে রাখি…

তবু জানি আরো কেউ কেউ ঝরে পড়বে অকালে বকুল
হয়ে যাবে মৃত নামাবলী
হাড়হাভাতে জীবনের গায়ে–

হয়তো আমিও…

You must be logged in to post a comment.