ভরা কটাল, মরা কটাল
তোমার তখন ভরা কটাল
তাই তার মরা কটাল খেয়াল করোনি
তোমার উপচে পড়া জলরাশিতে
তার যত অপূর্ণতা পূর্ণ করে দিয়েছো
এখন যখন তোমার নিজেরই ভাটির টান
তখন বড় চোখে পড়ে যায় তার
জল সরে যাওয়া খাঁ খাঁ বুক, নুড়ি পাথর
নতুন করে যেখানে জোয়ার জাগার
কোনো আশা নেই
কোনো আশ্রয় নেই উচ্ছ¡সিত
কোনো জলধারার
তবুও তোমার মোহ কাটে না
লুকোনো কোনো ফল্গুধারার আশায়
তুমি তার শুকনো বালি খুঁড়তে থাকো
খুঁড়তেই থাকো…
এক আঁজলা জল যদি মিলে যায়
চোখ দুটো ধুয়ে নিতে
শেষ বারের মতো
সকাল ০৮:৪৯
০৫.০৬.২০২৩
চট্টগ্রাম