প্রিয় বিয়ুফুল
বর্ষশেষের লগ্ন ঘনিয়ে এলেই ওরা ফোটে, ঝোপেঝাড়ে, বনেজঙ্গলে, থরে থরে, অজস্র অসংখ্য। ওদের কোনো বর্ষপঞ্জি লাগে না। বর্ষপঞ্জি সংস্কার কী, তাও তারা বোঝে না। সংস্কারের নামে ওরা বর্ষাবসানের সংক্রান্তি লগ্নে বর্ষশুরুর দিন পালন করে না। তবে ওদের বার্ষিক আগমন কাঁটায় কাঁটায় নির্ভুল। গ্রামের সাধারণ মানুষ ওদের প্রফুল্ল প্রস্ফূটন দেখেই বুঝতে পারে, বিষুব সংক্রান্তি– প্রিয় বিষু, বিহু, বিয়ু উৎসবের কাল ঘনিয়ে এসেছে।
চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের বাঙালি-পাহাড়ি হিন্দু, বৌদ্ধ জনগোষ্ঠীর মধ্যে বিষু বা বিহু বা বিয়ু একটা অত্যন্ত জনপ্রিয় উৎসব। বিয়ু’র বার্তাবহ বলেই চাটগেঁয়েরা আদর করে ফুলটার নাম দিয়েছে ‘বিয়ু ফুল’।
আশৈশব এই মৌসুমি বুনো বা বনজ ফুলটাকে দেখে আসছি। চট্টগ্রামের গ্রামাঞ্চলে ফুলবিয়ুতে ফুলের মালা দিয়ে ঘর সাজানোতে বিয়ুফুল অন্যতম প্রধান উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। অথচ তারপরও শুদ্ধ বাংলায় ফুলটার নাম কী বা এর বোটানিক্যাল নাম কী, তাও জানা নেই। কেউ জানালে বাধিত হবো। না জানালে, নিজেকেই বের করে নিতে হবে খুঁজেপেতে।