Loading

সংখ্যাগুরু-সংখ্যালঘু

এখানে লঘু তো ওখানে গুরু
ওখানে শেষ তো এখানে শুরু।
এখানে গুরু তো ওখানে লঘু
ওখানে বাজ তো এখানে ঘুঘু।

সংখ্যাই যদি শেষ কথা তবে পৃথিবীতে গুরু পোকারা
সংখ্যায় বেশি আলুদের চাপে চুপচাপ আলুবোখারা,
কারণ তাহারা সংখ্যায় কম, যদিওবা স্বাদে গুরুতর
সংখ্যাগুরু আলুরা ভাঙে আলুবোখারার কুঁড়েঘর।

আলুরা কিন্তু সংখ্যালঘু আলুকাবলির ভূমিতে
হঠাৎ করে আপনি-আজ্ঞে নেমে যায় তুই-তুমিতে।
কাঠির আগায় আলুকে গেঁথে পুরে দেয় গালে ছোকরা
কাণ্ডটা দেখে প্রাণ খুলে হাসে খানদানি আলুবোখারা।

কে যে হায় লঘু, আর কে বা গুরু
কোন্‌টা পাতলা, কোন্‌টা যে পুরু
ভাবতে ভাবতে আয়ু হয় লঘু
ভিটে জুড়ে চরে সেয়ানা ঘুঘু।

You must be logged in to post a comment.