Loading

শ্রীমতী সরোজিনী

শ্রীমতী সরোজিনী
তোমারে আমি চিনি
তোমার সাথে অতীতে কত
হৃদয় বিকিকিনি

হয়েছে, সেই স্মৃতি
জাগিয়ে রাখে তিথি
অতন্দ্র চন্দ্রমার ছায়ায়
কত যে প্রেম প্রীতি

মানস সরসীতে
দেখেছি আরশিতে
লীলা তোমার লীলাবতী
নীরবে নিভৃতে

না রেখে কোনো দাবি
আজকে শুধু ভাবি
পাবো কোথায় গত দিনে
ফিরে যাওয়ার চাবি

শ্রীমতী সরোজিনী
হৃদয় নিলে জিনি
বাজালে সুর মোহমধুর
রিনিকি রিনিঝিনিনি

সে সুর আজো এ মনে
বাজিয়া যায় কেমনে
ভেবে ভেবেই যায় বেলা
জীবন পরিক্রমণে

তোমারে আমি চিনি
শ্রীমতী সরোজিনী
বুকের মাঝে বহতা নদী
গভীর গরজিনী

দুপুর ১২:৩৭
০৫.০৬.২০২৩
চট্টগ্রাম

You must be logged in to post a comment.